গাছ-গাছালির ফাঁকে-ফাঁকে উঁকি মারতে পারে চাঁদ;
ভাল লাগা-ই পাততে পারে এক জটিল প্রেমের ফাঁদ!
ভাল লাগে, ভাল  লাগতে পারে, ভালবাসে কেউ যদি;
ভালবাসায়  নিয়ে আসতে পারে ঘরের কাছেই নদী।
চোখে চোখ রাখতে পারে,আঁকতে পারে প্রেমের ছবি!
ভালবেসে কাছে থাকতে পারে হতেই পারে কবি।
লিখতে পারে  নদীর ধারে, ভালবাসার যতো লেখা;
প্রকৃতির পাঠশালাতে প্রথম ভালবাসারপাঠ শেখা।
নয়ন ঠারে হাসতে পারে,ভাসতে পারে আঁখি জলে
ভালবেসে কাছে আসতে পারে দুটি মন এক হলে।

                     --০--