ভালবাসা ঠিক ফিরে আসে
মেঘ- ঝড়-বৃষ্টি কণা নিয়ে;
ফিরে আসে  বুকের ভিতর
একরাশ গোলাপ ফুটিয়ে!
গোলাপের শারীর ভাষায়
অস্তসূর্যের রক্ত-রাগ থাকে;
প্রেমে ও অপ্রেমে গোলাপ
আশ্লেষে জড়ায় তোমাকে !
      -০-