অরণ্য থেকে মুছে যেতে পারে
সমস্ত গাছ,ফুল আর পাখি;
পাতা থেকে সবুজ ,আকাশ থেকে নীল
মুছে প্রকৃতিও দিতে পারে ফাঁকি।
মন থেকে মুছে যেতে পারে সব স্মৃতি,
মুছে যেতে পারে রৌদ্রজ্জ্বল দিন।
মুছে যেতে পারে ভালবাসা-প্রীতি।
জীবনটা হয়ে যেতে পারে গানহীন।
শুধু বুকের ভিতর ভালবাসা মাখা
রক্তচিহ্ন টুকু থেকে যায়!
এই রক্তচিহ্ন বুকে নিয়ে কেউ কেউ
আজো থাকে কারো প্রতিক্ষায়!
--০--