আহ্লাদে ভাসতে চাই-বলে নদী খুলে দিল স্রোত;
স্রোত খোলা নদী প্রকৃতিকে ডাকে,তুমি ও এসো।
প্রকৃতিও তার অবগুন্ঠন খুলে ভাসলো নদীর সাথে।
চাঁদ কে ডেকে বললো নদী আমার স্রোতে ভেসো।
চাঁদও নেমে ভাসলো স্রোতে,জোৎস্না ছড়ায় জলে;
অলৌকিক নদীচরে আলোর বন্যা বয়ে যাওয়া রাত!
নদীর চরে বাতাস খাওয়া কাশের বনেও লাগে দোলা;
করতালি দিয়ে নাচে কাশ বন, কেয়াবাৎ,কেয়াবাৎ!
--০--