লড়াই করে ই বাঁচতে চায় গোলাপ,বকু্ল,চাঁপা;
লড়াই করেই বাঁচতে তাদের সমস্ত দিন যাপন।
লড়াই করেই নিত্য রোদে-জলে-ঝড়ে কাঁপা,
লড়াই করেই আমের বনে, জামের বনে কাঁপন।
ভালবাসার তো নিত্য লড়াই দেখি ঘৃনার সাথে;
মনের ভিতর রোজ স্নায়ুর লড়াই দেখছি অহরহ।
মনের ভিতর আর একটা মন যে নিত্য যুদ্ধে মাতে;
কী দুঃসহ সে যণ্ত্রণা,যখন মন করে ওঠে বিদ্রোহ!
বিদ্রোহি এই মনের সাথে তখন লড়াই করো সৈনিক;
লড়াই করেই এই মনকে করো সংযমী ধীর শান্ত!
এই লড়াই করে নুন আনতে ফুরিয়ে যে যায় পান্ত।
এ' লড়াই তো বেঁচে থাকার,এ'লড়াইটা হয় দৈনিক!