ভাষা আন্দোলনের অনেক গুলো
বছর কাটিয়ে আমরা এলাম;
যাঁরা দিলো প্রাণ, গাই জয়গান,
জানাই তাঁদের হাজার সেলাম!
ভুলতে কী পারি,রক্তে রাঙানো,
মহান একুশে ফেব্রুয়ারী!
রফিক,সালাম,জব্বার,বরকত শুয়ে
আছে রাজপথে সারি-সারি !
বলে গেল তারা বাংলার মাটিতে
বাংলা আমাদের মাতৃ ভাষা;
এই ভাষাতেই কথা বলে যাবো,
রেখে যাবো ভালোবাসা।
ভাষা আন্দোলনের সেই বীরদের,
বিনম্র চিত্তে স্মরণ করি;
বাংলা ভাষাকে যারা ভালোবেসে,
মরণ কে-ই নিলো বরি ।
আমার ভাইয়ের রক্তে রাঙানো
মহান একুশে ফেব্রুয়ারী!
তাঁদের অমর স্মৃতিতে দু'ফোঁটা অশ্রু,
আজ যেন রেখে যেতে পারি!
--০--
,