জীবনের না-বলা গল্পে খুঁজে যাই সেই সব হারানো অতীত?
খুঁজে যাই সেই সব ফেলে আসা এক-একটা ঝকঝকে দিন!
আজো খুঁজে যাই উঠোনে থাকা উজ্জ্বলধানের মরাই!
খামারে বিরাজিত শ্রীলক্ষীর ধানে-ধানে পূর্ণ পালুই?
স্মৃতিতে হাতড়াই সেই ধান-ডাকা দিনের উজ্জ্বলউৎসব!
কোথায় হারিয়ে গেল সেই লক্ষীশ্রী ,শান্ত,ঘর-গেরস্থালি?
কোথায় হারিয়ে গেল আজ গৃহস্থের ঘরে ঘরে থাকা ঢেঁকি!
হারিয়ে ফেলেছি আজ বয়াম-ভর্তি রৌদ্র-মাখা আমের আচার;
হারিয়ে ফেলেছি বিউলি বড়ি,কুলো-ঝাঁটা-হাতপাখা-ঝুড়ি-টোকা!
জীবনের না বলা গল্পে খুঁজে ফিরি ফেলে আসা সেই সব দিন;
--০--