তার মুখে উৎসারিত যতো আলো ।
তার হাতে শতাব্দীর ছড়ানোআঘ্রান;
তার চোখে হাজার সূর্যের মায়া দিপ্তি,-
কণ্ঠে তার তীব্র এক যণ্ত্রনার গান!
যণ্ত্রনার গানে গানে শত ফুল ফোটে,
উৎসারিত আলো হয়ে ফোটে ফুল গুলি,
যন্ত্রণায় দগ্ধে দগ্ধে একদিন অবশেষে,-
বুকের ভিতরে ফুলগুলি প্রেম হয়ে ওঠে!
               --০--