মন খারাপের বিকেল গুলো এক একটা সব ইচ্ছে পরী;
সারা দুপুর মেঘ নিংড়ে কেমন মনকেমনের বৃষ্টি নামায়।
মেঘ ঝরানো বৃষ্টি দুপুর কলকলিয়ে সারা শরীর ঘামায়;
ইচ্ছে মতন  ইচ্ছে পরী বিকেল নামায়   মেঘ উঠোনে,
ইলশেগুঁড়ি বৃষ্টি নামায় উথাল-পাথাল  বুকের ভিতর!
বৃষ্টি নামায় শহর-গ্রামে মনখারাপের  বিকেল গুলোয়;
আকাশ তখন মেঘবিকেলে একমনে যায় আষাঢ় বুনে।
তোমার সাথে খুনসুটি রাগ মনখারাপের এই বিকেলে,
তোমার সাথে ইলশে গুঁড়ি  বৃষ্টি খেলা  মেঘ বিকেলে;
মনখারাপের  বিকেল গুলো এক একটা সব ইচ্ছে পরী।
মনখারাপের বিকেলগুলো মুছে দ্যায় যত মনের ক্ষত!

                     ---০---