আজকাল মানুষের জীবন থেকে
হারিয়ে যাচ্ছে সততা,ন্যায় ,বিবেক
আর মুল্যবোধ।
একে অপরকে ঘৃণা করে,
হিংসা করে। আক্রোশে
নিতে চায় কুৎসিত প্রতিহিংসা,
নিতে চায় অমানবিক প্রতিশোধ!
প্রতিহিংসা দানা বাঁধা মনে
দাউদাউ করে জ্বলে ওঠে
হিংসার তীব্র আগুন!
সন্দেহের হলাহলে জর্জরিত
অমৃতের পুত্র মানুষেরা আজ
বড়ো বিপন্ন! বড়ো অসহায়!
মূল্যবোধ হারিয়ে ফেলা মানুষেরা
অনায়াসে করে ফেলে ভুল,
করে ফেলে মার-দাঙ্গা আর খুন!
--০---