প্রতিবার সে ফিরে ফিরে আসে,
নবরূপে,নবসাজে;
পুরাতনকে বিদায় জানিয়ে,-
আসে সে প্রাণের মাঝে।
নতুন বছরের বারতা হোক,-
মানুষ যেন মানুষের পাশটিতে,
থেকে সু্‌খ-দুঃখ সকল সময়
পারে ভাগ করে নিতে।
নতুন বছরে যেন ভুলে থাকে
যতো পুরাতন অভিমান;
নতুন বছরে খুশির জোয়ারে
আজ নতুনরই আহ্বান।
নতুন বছরে নতুন শপথ,
পুরানো বিভেদ ভুলে,-
এই অন্তর খানি অমলিন হোক,
হাসি যেন প্রাণ খুলে!
        --০--