রঙের উৎসব ঐ হোলি এলো,
চারিদিকে তাই দোল-খেলা;
এই ফাগুন -দিনে রঙে-রঙেই,
প্রাণে রঙের মিলন-মেলা।
রঙের নেশায় মাতলো পলাশ,
ডালে-ডালে ধরিয়ে আগুন;
অশোক-শিমূল ও কম যায় না,
এসে গেছে হোলির ফাগুন।
এই বসন্তে রঙ লাগলো বনে,
রঙ লাগলো সবার মনে;
রঙের উৎসবে মেতেছে সব,
মাখিয়ে রঙ আপন জনে;
আজ দোল লেগেছে সব হৃদয়ে,
দোল লেগেছে সকল প্রাণে!
এই দোল-ফাগুয়ায় কী যে জাদু,
যারা-ই মাখে তারা-ই জানে।
মনের ভিতর রঙের খেলায়,
এই হৃদয়েতে দ্যায় দোলা!
বসন্ত আজ এসেই গেছে মনে,
তাই দখিন-দুয়ার খোলা !
--০--