'একদিন এসো'-তোমায় কতো করেছি আমন্ত্রণ;
তুমি শুধু দিয়েছ আমাকে সময়ের অজুহাত।
পাও নাই নাকি এখানে আসার তুমি দিন-ক্ষন।
মনের সঙ্গে তাই নিয়ত করে গেছি সংঘাত !

সরোবর থেকে তুলে আনা শতদল তব তরে,-
যতনে তুলে রেখেছি ঘরে তোমাকেই দেবো বলে;
কতো শাপলা-শালুক আমি সাজিয়েছি থরে থরে।
তোমায় আমি সাজাতে চাই, শতদল- ফুলদলে ।
                    --০--