অরণ্যবাসে যদি কখনো যেতে হয়,
কবিতা তোমাকেও সঙ্গে নিয়েই যাবো;
এই অরণ্যবাসে তোমাকে কাছে পেয়ে,
এই জীবনটাকে নুতন করে পাবো ।
এই অরণ্যবাসে সাথে নিয়েই এসো,
ভাব ও ভাবনায় মোড়া শৈপ্লিক ছন্দ ।
এ' অরণ্যবাসে তোমার সঙ্গে কবিতা,
এনো বসন্তের বাতাসে ফুলের গন্ধ।
অরণ্যবাসে আনতে ভুলো নাকো তুমি,
মাথাটি দোলানো শরতের শ্বেত কাশ ;
চেয়েই দেখো ,অরণ্যবাসে উপস্থিত,
হলুদ বসনে সজ্জিত অমলতাস।
এ' অরণ্যবাসে মাথা রাখি বুনো ঘাসে,
কিছুক্ষণ হয়ে যাই মনে-প্রাণে বন্য ;
এই অরণ্যবাসে অরণ্যচারী হয়ে,-
আরণ্যক এই জীবন হোক না ধন্য!
--০--