একদিন প্রিয় মুখগুলি ফিরে যাবে,
নিজস্ব প্রিয় মুখগুলিরই নিকটে;
সমুদ্রের প্রিয় ঢেউ গুলি ফিরে যাবে,
হাওয়ায় ভর করে সমুদ্রের তটে।
ভালবাসা একদিন ঠিক ফিরে যাবে,
ভালবাসার নিজস্ব মানুষের কাছে ;
প্রতিটি হৃদয়ে থাকা উজ্জ্বল রোদ্দুরে,
জীবনের ভালবাসা বহুদিন বাঁচে।
সমুদ্র স্নান সেরে নদীরা একদিন,
ডাঙায় ওঠেই ঠিক ফিরে যায় বাড়ি ;
ফিরে যায় সমুদ্রের নীল জল মেখে,-
ছুঁয়ে যায় সামুদ্রিক তট, বালিয়াড়ি।
গানের নিকটে ফিরে যায় সব গান,
কবিতারা কবিতার কাছে আসে ফিরে;
আকাশে ডানা মেলে উড়ে যাওয়া পাখি,
নীলাকাশ ছেড়ে ঠিক ফিরে আসে নীড়ে;
জীবনের মূল স্রোতে তাই সব নদী,-
হাসিমুখে একদিন ঠিক ঘরে ফেরে;
সকলে নিজস্ব নীড়ে ফিরে যেতে চায়,
জীবনের বেহিসাবী লেন-দেন সেরে।