পঞ্চাশোর্ধে বনং ব্রজেৎ-মেনে,-
সব গৃহীরাই উত্তর-পঞ্চাশে,
সংসার ধর্ম পরিত্যাগ করে,
হাসি মুখেই যেতেন বনবাসে।
সেই ঋষিবাক্য স্মরণ করেই,-
হাজির হলাম বনে অবশেষে;
এসে দেখি,বনের নিয়ম যতো,
পাল্টে গেছে হঠাৎ বনের দেশে!
বন থেকে জীব-জন্তুরা উধাও,
গাছগুলিও উধাও মন্ত্রবলে;
বৃক্ষ-শাখায় আর ডাকে না পাখি,
বনের মধ্যে বৃক্ষ-নিধন চলে।
বনের মধ্যে যদি না শান্তি থাকে,
তবে বৃথা এই বনবাসে আসা!
বনবাস নয়,কারাবাসে থাকা;
বদলে গেছে বনবাসের ভাষা।
বনের গাছ কেটে যে বন ফাঁক;
বনের মধ্যে এখন যে আগাছা!
মন বলে, আর বনবাস নয়;
ঘরের ছেলে ঘরেই ফেরো বাছা!
              --০--