অন্ধকার থেকে আলোর পথে শুরু হয়েছে এই যাত্রা ;
সবার জীবনে এই দীপাবলি আনুক নতুন মাত্রা।
তমসাবৃত মন থেকে তমসা হয়ে যাক আজ দূর ;
আনন্দে মন উঠুক ভরে,এই  প্রাণেতে বাজুক সুর।
মন-মন্দিরটি সাজুক আলোতে,হৃদয়েতে দীপ জ্বালি'-
মুছে যাক্ এই মনের কোনায় জমে থাকা যত কালি।
বিষয়-বিষেই ডুবে থাকা মনে  জটিলতা অবিরত ;
হাজার জ্বালা-যন্ত্রণায় মনের গভীরে ভীষণ ক্ষত!
এই দীপাবলিতে প্রার্থনা করি  মিলে মিশে একসাথে,
অশুভ শক্তির বিনাশ হোক, দীপাবলির শুভ রাতে।
মায়ের আশিস সকল সময় আছে আমাদের 'পরে ;
হৃদয়ে হোক এই দীপাবলি,হোক দীপাবলি অন্তরে।
এই দীপাবলি হৃদয়েতে জ্বেলে যাক সম্প্রীতির আলো ;
মন থেকে মুছে যাক আবিলতা,যত গ্লানি,যত কালো।
                      --০--