তুমি আছো তাই,ভালো লাগে সুর- গান;
তুমি আছো তাই,প্রাণে জেগে ওঠে প্রাণ।
তুমি আছো তাই, ফুল এতো ভালো লাগে;
তুমি আছো তাই,  মন ভরে  অনুরাগে!
তুমি আছো তাই,পাখির গানের সুরে,-
এই মন চলে যেতে  চায় বহুদূরে।
তুমি আছো তাই,চাঁদ  জোৎস্না ছড়ায়;
আবেশেতে এই মন হৃদয় জড়ায়।
তুমি আছো তাই কাশ ফোটে নদীতীরে;
আমার মনকে রাখে  যে আবেশে ঘিরে!
তুমি আছো তাই  এ' মনে কত কল্পনা!
রঙে-রঙে মনে আঁকে কতো যে আল্পনা।
তুমি আছো তাই কবিতায় জাগে গান ;
তুমি আছো তাই  সরে থাকে অভিমান।
তুমি আছো তাই  আকাশকে লাগে নীল!
তুমি আছো তাই  কবিতায় খুঁজি  মিল।
তুমি আছো তাই বসন্ত দ্বারে তে দাঁড়িয়ে;
তুমি আছো তাই দিয়েছি হাতটা বাড়িয়ে!
                  --0--