অনেক হয়েছে যুদ্ধ,পৃথিবীতে আর যুদ্ধ নয়।
যুদ্ধহীন এক পৃথিবী গড়ার এসেছে সময় ;
তোমার লেখনী নিয়ে অবতীর্ণ হও তুমি কবি,
কবিতায় বার্তা দিয়ে পাল্টে দাও পৃথিবীর ছবি।
সমস্বরে উচ্চারিত হোক: এক মুঠো রোদ চাই!
এক চিলতে নীল আকাশ যেন ঠিক খুঁজে পাই।
চাই না এ্যাটম বোমা এই পৃথিবীতে আজ আর!
যুদ্ধহীন পৃথিবী গড়ার  হোক দৃঢ় অঙ্গীকার ।
সমুদ্রে-পর্বতে-অরণ্যে-নদীতে উচ্চারিত হয়,-
শান্তি ফিরে আসুক এ' পৃথিবীতে, আর যুদ্ধ নয়।
যুদ্ধহীন এই পৃথিবীর গান এক সাথে গাই,-
অন্ন চাই, বস্ত্র চাই, আর চাই বাসযোগ্য ঠাঁই।
                       --0--