ফুলের যণ্ত্রণা  ফুটে ওঠে তার গানে,-
সে গানে আকাশ কাঁদে,ফুল কী তা জানে?
যে ফুল নিত্য ফোটে, নিত্য যায় ঝরে,
যণ্ত্রণায় কাঁদে প্রাণ,  বুকের ভিতরে !
রঙে রঙে আঁকা হয় , যণ্ত্রণার ছবি ;
সে যণ্ত্রণা ব্যক্ত করে কবিতায় কবি।
ফুলেদের অব্যক্ত  এই যণ্ত্রণার কথা,-
ছন্দে- ছন্দে গেঁথে কবি পাঠায় বারতা।
               --0--