এক একটা ফুল ফোটে, আর
ছন্দময় হয়ে ওঠে ভোরের আকাশ!
হেসে ওঠে,শিশির ভেজা ঘাস
হেসে ওঠে কাশের বন।
এক একটা ফুল ফোটে,
আর কবিতারা সেই ফুলের
কাছ থেকে জেনে নেয় ,
সুন্দর হয়ে ওঠার গোপন রহস্য!
এক একটা ফুল ফোটে;
সেই ফুল দিয়ে উঠোনে লক্ষ্মীর আল্পনা
আঁকে সকালের প্রথম আলোটি!
উঠে আসে ধানগন্ধে নবান্নের দিন।
এক একটা ফুল ,
চেতনার প্রতীক হয়ে বেঁচে থাকে।
এক একটা ফুল,
প্রত্যয়ের দৃঢ় বার্তা নিয়ে আসে;
এক একটা ফুলে,
হৃদয় সংপৃক্ত হয়,
মনন সমৃদ্ধ হয় ,প্রজ্ঞ।র ফসলে।
এক একটা ফুলে,
হৃদয়ে ভালোবাসার উত্তরণ ঘটে!
এতো কথা ফুল নিয়ে তাই;
ফুল নিয়ে স্বরলিপি,সুর- গান।
ফুলের মতো সুন্দর হোক মন!
--0--