বুঝিনি ,আলোর নীচে এতো অন্ধকার!
বিধ্বস্ত শরীর গ্রাস করে রক্তচাপ ;
রক্তে চিনি ,ভালো নয়,ইসিজি রিপোর্ট!
ক্রমশ হ্রাসমান এ হৃদয়ের উত্তাপ ।
বুঝিনি তো, জীবনের এতোখানি পথ,-
ভুলের বোঝাই বয়ে করি পরিক্রমা;
বুঝিনি, ভুল অংকে জীবন জটিল !
জীবন খাতায় ভুলগুলি থাকে জমা।
মানুষের বিশ্বাসে যে এতোখানি খাদ,-
বিশ্বাসের ভিতরেই জমে আছে মেঘ !
মনের ভিতরে ঝড়, তরঙ্গ উত্তাল ;
বিধ্বস্ত মনের শুধু বাড়ায় উদ্বেগ !