জলে এসে পড়েছে তোমার মুখের প্রতিবিম্ব ;
প্রতিবিম্ব জলে পড়েছে বলেই , জল কতো
সহজ কথায় বলতে পেরেছে,"আমি ধন্য হলাম !"
তুমিও তো সহজ ভাবে জলকে বলতে পারতে,-
"জল! তোমার শরীরে প্রতিবিম্ব রেখে আমিও
ধন্য হয়েছি।"এই সহজ সত্যটি বলতে পারোনি
বলেই এতো ব্যবধান, এতো বৈপরীত্য বোধ!
--০--