অবশেষে পুজো এসে গেলো,খুশীতে পড়লো কাঠি ঢাকে;
প্রাণের পুজোয় বরণ করি ,  ঘরের মেয়ে দুর্গা মাকে ।
কৈলাশ থেকে উমা আসেন, বছর বাদে বাপের বাড়ি ;
চারদিকে তাই খুশীর আমেজ, মনও যে খুব খুশী ভারী !
বাপের বাড়িতে মা আসছেন, আসেন লক্ষ্মী-সরস্বতী ;
মায়ের সাথে আসেন  দুই পুত্র ,-কার্ত্তিক ও গণপতি ।
তাই ভোর বেলাতেই শিউলি ঝরে ,কাশের বনে দোলা।
মা আসছেন এই আনন্দেই, আজ হাসি যে প্রাণ-খোলা !
ঢ্যাম কুড় কুড়,ঢ্যাম কুড় কুড়, ঐ বাজে পুজোর ঢাক ;
পুজোর দিন, হোক যে রঙীন,  এই মনে আনন্দ থাক !
                     --০--