"ভালো নেই"-শব্দটাই  বড়ো বেশি পীড়া দেয় মনে!
"ভালো নেই"-শব্দটাই থাকে ভালো না থাকার দলে;
এই পৃথিবীর ভীষণ অসুখ, তাই আর কেউ ভালো নেই!
বুকের ভিতরে তীব্র যণ্ত্রণা,  অসুখের গভীরে অসুখ।
"ভালো নেই"-এই শব্দটার পাশে "ভালো আছি" রেখে,-
অসুস্থ এই পৃথিবীতে আর ,কতকাল ভালো থাকা যায়!
পৃথিবীর গভীরে  অসুখ, আকাঙখার দুরারোগ্য ব্যাধি।
সংক্রামক এই অসুখে শেষ হবে এই পৃথিবীর পরমায়ু!
সুখ ও অসুখ নিয়েই  নিরন্তর বেঁচে থাকার এই' লড়াই।
আমরাই অসুখ তৈরি করি,  সুখ বলে বাজারে চালাই!
তৈরি করা এই অসুখে,  এই পৃথিবীর বেঁচে থাকা দায়।

                         --০--                            
বাঁকুড়া, ০৪/১২/১৯৯৮