বিষ! এই শব্দটিতে আঁৎকে উঠি সবাই ;
সেই বিষই এখন আছে সবখানে।
এই বিষের কাহিনী আছে পুরাণ-কথায় ,
বিষের কাহিনী আছে ঝাঁপানের গানে।
পৃথিবীর আকাশেও বিষ,বাতাসেও বিষ,
এখন এই বিষই মিশে আছে ভূমণ্ডলে ।
এই বিষ এখন মিশেছে গাছের পাতায়,
এই বিষ এখন মিশেছে ফুলে আর ফলে।
মাটির নীচে জমে থাকা জলেও এই বিষ,
সেখানেও অবাধ প্রবেশ,বিষ দ্যায় হানা।
এই বিষপানে হয় কত জীবন যে হানি,
সেই খবর কজনারই আছে আজ জানা ?
এই মানুষের মনে কত বিষ জমে থাকে!
কত বিষ জমে থাকে এই মানুষের মুখে।
ঈর্ষারই তীব্র বিষ মানুষই ঢেলে যায় ,
হিংসায় জ্বলে অন্তর প্রতিবেশীদের সুখে।
--০--