এই মন নিয়ে যতো মন কষাকষি,
এই মন নিয়েই যতো যন্ত্রণা !
এই মন নিয়ে মন দেওয়া নেওয়া,
এই মন নিয়েই মনে মন্ত্রণা ।
এই মন নিয়ে যতো আশা,ভালবাসা,
এই মন কী মনের সব জানে ?
তবু মনে মনে এই মনে প্রতিক্ষণে ,
এই মনকেই কাছে মন টানে।
এই মন নিয়ে তাই একটা জীবন,
ছুঁয়ে এলে মনে মনে আজ তুমি ;
এই মন নিয়ে এই জীবন যাপন,
তুমি ছুঁয়ে গেলে ,এই মনোভূমি।
--0--