একটি খোলা চিঠি বুুক পকেট থেকে দেয় উঁকি-ঝুকি;
বুকের ভিতর আপনার মনে কেটে যায় আঁকিবুকি।
বুকপকেটের এই খোলামেলা চিঠি লেপ্টে থাকে বুকে।
খোলা চিঠিটির বার্তা এখন সময় খাতায় রাখছে টুকে।
খোলা চিঠিটির আনন্দে আজ খুব খুশী খুশী হল মন;
খুশীমনে তাই কাশফুলেদের পাঠায় পুজোর নিমন্ত্রণ।
খোলা চিঠিটির বার্তাটি পড়ে,মনের আনন্দ ধরেনা আজ!
শিউলিঝরা এই শরতেই চারিদিকে পুজো-পুজো সাজ।
বুকপকেটের এই খোলা চিঠিখানি পড়ে যাই খুশীমনে;
আনন্দের এক হাট বসে যায় এই প্রাণের নিকেতনে।
এই খোলা চিঠিটি একটি জীবন কাটালো পকেট ছুঁয়ে;
ভালবাসা সেই খোলাচিঠি থেকে পড়ে দেখি চুঁয়ে-চুঁয়ে!
--০--