এই পৃথিবী আর বাসের যোগ্য নয়!
এই বার্তা  বাতাস  চতুর্দিকে পাঠায় ।                    
প্রতিবাদ নেই, বাসা বেঁধে আছে ভয়;
ভয় করে  টিকে থাকা কী কখনো যায়?                ।

এই বার্তা ভাব ও ভাবনায় যে মোড়া;
ভাবনা তো আর খেলার পুতুল নয়।
ভাবনা তো নয়,রঙীন ফুলের তোড়া!
ভালবাসাতেই পৃথিবীটা বশ হয়।

বদলেছে দিন,বদলেছে যে হাওয়া;
বদলানো দিন সময়ের উপহার ।
বাড়াতে হবে মানুষের কাছে যাওয়া,
দিতে হবে তাকে সামাজিক অধিকার।

মানুষের পাশে দাঁড়াতে হবে যে আজ!-
কষ্ট ভাগ করে নিতে হবে এই বেলা;
সামনে সময়,পড়ে আছে বহু কাজ।
মানুষকে নিয়ে কেন এতো অবহেলা?

মানুষই পারে,মানুষকে আজ দিতে,-
ভালবাসা,মায়া-মমতায় অধিকার ;
বিশ্বাসের ই আশ্বাস এই পৃথিবীতে!
মুছে দিতে পারে যে চোখের বাষ্পাসার।
               --০--