বন্ধু!তুমি ভাবো,কেউ নেই আজ পাশে!
সামনে বিপদ,গভীর যে অন্ধকার ;
চিড় ধরেছে আজ মানুষের বিশ্বাসে ।
নিশ্বাসে যে বিষ!করে দেবে ছারখার;
এই দুঃসময়ে সাথীরা পলাতক !
এই দুর্দিনে ভালবাসার নেই সাথী ;
বন্ধু,কোথায় সব জোচ্চোর,প্রতারক?
পালিয়েছে এই সময়কে মেরে লাথি!
চোখে জল নয়,এবার আগুন হানো ;
এই আগুনেই জয় করো যতো ভয়।
এই পৃথিবীর তুমি কত টুকু জানো?
ঢের তো হয়েছে ,আবেগকে করো জয়।
আবেগকে বলো,গুডবাই,গুডবাই!
আবেগকে বলো,চোখে আর জল নয়।
সামনে এক ভীষণ কঠিন লড়াই !
এই লড়াই -য়ে হবে সত্যেরই জয়।