বিপুলা এই বসুন্ধরা,তার এক চিলতে মাটি,
সেই মাটির জন্য এতো লড়াই,এতো লাঠালাঠি!
লাঠালাঠির এই লড়াই-এ শুধুই রক্তক্ষয়!
সুখে-শান্তিতে বাস করতে মনে এতোই ভয়?
আমরাই নষ্ট করেছি এই সবুজ গ্রহটিকে ;
রক্তক্ষয়ী লড়াইতো এখন চলছে চতুর্দিকে।
এই পৃথিবীর চারিদিকে ক্ষমতারই বড়াই!
এই ক্ষমতা দেখিয়ে জেতা যায় না সব লড়াই।
এই মগজেই বুদ্ধিবলে বুদ্ধি ধরে রাখতে হয়!
ক্ষমতাকে এই বুদ্ধি হারায়,বুদ্ধিকে তাই ভয়।
মানুষ তো মরণশীল, এই সত্য সবাই জানি ;
শেষের সেদিন যমে-মানুষে হবেই টানাটানি!
মানুষকে মৃত্যুর কাছেই হার মানতেই হয় ;
মৃত্যুর কাছে লড়াই-এ তার চরম পরাজয়!
মনে সাহস রেখে,ধৈর্য ধরে,বাড়িয়ে সহ্যশক্তি,-
মানুষই পারে বন্ধ করতে অযথা রক্তারক্তি ।
মানুষের কথা ভেবে এই লড়াইতো আর নয় ;
তবেই এই পৃথিবীটা হয়ে উঠবে শান্তিময় !
আর লড়াই নয়,সুখে থেকে সবাই থাকি ভালো ;
মনের ভিতর জ্বালিয়ে রাখি,ভালোবাসার আলো।
               --০--