ঘরেতে ফিরেছে উদিচীর ধ্রুবতারা ;
তৃতীয়ার চাঁদ ঘরমুখো প্রতীচিতে ।
জেগেছে পাখিরা,ভেঙেছে তাদেরঘুম;
কল-কাকলিতে মুখর পাখির পাড়া।
প্রভাতে সূর্য হাজির উদয়-অচলে;
অরুণ-আভায় উদ্ভাষিত হলো প্রাচী ;
তপন-কিরণে চোখ মেলে কোরকেরা।
রোদ্দুরে যেন সোনা ঝরে পড়ে গলে;
বিহগেরা গায় প্রাভাতিক সংগীত।
শিশির কণার মুকুট মাথায় ঘাস;
অরুণ-কিরণ লাগে অতি রূপময়!
অলিদল ফুলের ভবনে উপস্থিত।
ঘাস ও সূর্যের হৃদয় ঘটিত খেলা,
আকাশও দেখছে অসীম মুগ্ধতায়!
দিঘী-সরোবর কমল-কুসুমে রঞ্জিত,
অলিগুঞ্জনে মুখরিত যে সারাবেলা।
শিউলি তলাটি বিছানো হাজার ফুলে,
মেঘহীন নীল আকাশে অমল হাসি;
শারদ বাতাস খেলা করে কাশবনে;
পূজোর সকাল হেসে ওঠে প্রাণ খুলে।
--০--