সকলেই তাকে খোকা বলে,সে তো নেই আর খোকা!
সাদা-সিধে,উদারমন,সবাই ভাবে তাকে বোকা ।
। ।;
এই যে যাকে খোকা বলা,বয়সটি তার তিরিশ ! ।
খোকা নামেই ঢেকেছে তার পোষাকী নাম গিরিশ।
গিরিশ ভীষণ ভাল ছেলে,মনটি যে তার সাদা;
বিপদে ঝাঁপিয়ে বলে-,ভয় নেই!আমি আছি দাদা!
রাত-বিরাতে পাড়ায় বিপদ,খোকাই ছুটে আসে ;
পরোপকারী এই ছেলেটিকে,সবাই ভালবাসে ।
আগুন লেগে পুড়ছে পাড়া,পৌঁছায় নি দমকল ;
এই খোকাই তখন নেভায় আগুন ঢেলে জল ।
পাড়ার বিয়েতে পোঁছে গেছে বরযাত্রিদের গাড়ি;
আপ্যায়নে ঠিক সময়ে খোকা হাজির বিয়ে বাড়ি।
সব সময়ে জনসেবায়,এই খোকা থাকে লেগে ;
আবার রাতেই পাড়া-পাহারা,সারাটি রাত জেগে।
যেন খোকার মতো ছেলে জন্ম নেয় প্রতিটি ঘরে!
মনেসাহস,শরীরে বল,যারা বিপদেঝাঁপিয়ে পড়ে। । --০-- । !