আমরা সবাই কথা বলেই,কথায় করি বাস ;
আবার কথায়-কথায়,গোপন কথা করি ফাঁস।
এই কথারাই শব্দ-কথায় ধরে এমন শক্তি,
কথায়-কথায় হাতহাতি- ই,কথায় রক্তারক্তি!
এই কথায় আছে এমন ধারার অমোঘ শব্দ ,
কথার জালেই মানুষ,পশু-পাখিরা সব জব্দ ।
আবার এই কথায় এমন জাদু,এমন ভাষা ,
মনের ভিতর ভালবাসা বাঁধতে পারেই বাসা ।
কথার ভিতর-বাহির নিয়ে,কথার ইতিহাস ;
কথার ভূগোল,শব্দ নিটোল,মনে কথার চাষ।
কথায়-কথায় মান-অভিমান,কথায় করি রাগ ;
কথার ঘরে হিমেল-বাতাস,কাঁপে পৌষ ও মাঘ!
এই কথা থেকে শীত তাড়িয়ে,ফাগুন অবশেষে,-
বসন্তকে নিয়ে হাজির,কথার হাওয়ায় ভেসে ।
                 --০--
,