স্বপ্নে তার সঙ্গে এই দেখা,দেখা হয় রোজ!
স্বপ্নে আসে,স্বপ্নে ভালবাসে,স্বপ্নে রাখে খোঁজ।
তার হাসি,ভালবাসি,ভাল লাগে কথা তার;
ভাল লাগে আলো তার,ভাল লাগে অন্ধকার।
স্বপ্নে আসে,এই চোখে ভাসে,রোজ তার মুখ;
মুখ দেখে সেরে যায় এই  মনের অসুখ।
একদিন তার সাথে ছিল কত হাসি গান!
আজো বুঝি রয়ে গেছে,ভালবাসার সে টান।
স্বপ্নে তার সঙ্গে দেখা,স্বপ্নে রোজ কথা বলা;
স্বপ্নে পাশাপাশি থাকা,স্বপ্নে সাথে পথ চলা।
এই স্বপ্ন যেন স্বপ্ন হয়ে বেঁচে থাকে মনে;
আনন্দেএই মন ভাসে ,সেই স্বপ্ন-দর্শনে!                    ।                   ।
                --০--