বড়ো অসময়ে থেমে গেছে তোমার লেখনী কবি!
'আসন্ন আঁধারে',বদলে গেছে 'মৃত পৃথিবীর' ছবি।
'দিন বদলের পালা'-য় শোনালে,'বিদ্রোহের গান'।
'একটি মোরগের কাহিনী'-তে বেদনায় কাঁদে প্রাণ!
'আলো-অন্ধকারে','সিগারেট' খুঁজে 'দেশলাই কাঠি';
'সিপাহী বিদ্রোহ',আর''আজব লড়াই'এ লাঠা-লাঠি !
'এই নবান্নে','কৃষকের গান'-এ,শুনি 'ফসলের ডাক'।
'আঠারো বছর বয়স',এবার 'ঘুম ভাঙার গান' গাক্।
চোখে 'ঘুম নেই',রাত জেগে 'কবিতার খসড়া' পড়া;
'মিঠে কড়া'-তে 'গোপন খবর','অতি কিশোরের ছড়া'।
'হরতাল'-এর খবর,তোমার'রানার সময়ে পৌঁছে দিক ।
'আগ্নেয় গিরি'-র সংবাদ  রানার দেবেই  এবার ঠিক!
ক্ষুধার রাজ্যে তোমার পৃথিবী এখনো রয়েছে গদ্যময়!
ঝলসানো রুটির তীব্র উপমায়  চাঁদ,এখনো খাদ্য হয়।
                   --০--
    ।