জীবনের গল্প বলে পেরিয়ে এলাম,
বাঁশবন,পুকুর,ডোবা,গ্রামের মাঠ ;
জীবনের গল্প বলে পেরিয়ে এলাম,
চেনা নদীটির পরিচিত খেয়া ঘাট।

গল্প বলতে বলতে গল্পে এসে পড়ে,
নদীর মাঝে নড়বড়ে বাঁশের সাঁকো;
এপারে সাঁকো ছুঁয়ে দাঁড়িয়ে আমি থাকি,
ওপারে  সাঁকো টিকে তুমিও ছুঁয়ে থাকো!

জীবনের গল্পের এই সাঁকোর কথা,
নয় তো আমার মনের কষ্ট-কল্পনা!
কিছু-কিছু গল্প,গল্প হয়ে বেঁচে থাকে;
কিছু-কিছু গল্প ,মোটেই কিন্তু গল্প না।
            --০--