এই মনে বয়ে যায় যে এখন,
এক নতুনত্বের হাওয়া ; ।
সেই হাওয়াতে সকাল-বিকাল,
আমার নিত্য আসা-যাওয়া।
এই হাওয়াতেই যে উঠা-বসা,
এই হাওয়ায় বাঁধি ঘর ;
এই হাওয়া আমায় চিনিয়েছে,
আলো-আঁধার, আপন-পর।
এই হাওয়াকে তাই সঙ্গী করে,
নদীতে তরীটি যাই বেয়ে ;
আসুক প্রলয়,করি না তো ভয়!
সাথে,হাওয়াকে সঙ্গী পেয়ে।
--০--