কবিতায় আমি বৃক্ষ রাখি লিখে;
লিখে রাখি সেই বৃক্ষের যণ্ত্রণা!
আমি কাঁদতে দেখেছি বৃক্ষটিকে;
কান্নায়  ভিজেছে আমার রচনা!

বৃক্ষে-বৃক্ষে লিখে রাখি যত পাতা;
পাতা লিখে,তারপর লিখি ফুল।
বৃক্ষ-যন্ত্রনায় ক্লীষ্ট হয় খাতা!
সে যন্ত্রনা কী ভালবাসা? না,ভুল?
             --০--