কত স্বপ্ন ঘিরে থাকে এই মনে,
কত স্বপ্ন ঘিরে থাকে এই প্রাণে;
এই স্বপ্ন ঘিরে কত কী যে থাকে,
স্বপ্ন ঘিরে থাকা এই মন জানে।
এই স্বপ্ন ঘিরে থাকে গানে সুর;
এই স্বপ্ন ঘিরে বাজে সেই গান।
এই স্বপ্ন ঘিরে প্রাণে প্রতিক্ষণে,
ঝঙ্কারিয়া ওঠে সে গানের তান। ।
এই স্বপ্ন ঘিরে ভালবাসা আসে;
এই স্বপ্ন ঘিরে মনে ঢেউ ওঠে!
এই স্বপ্ন ঘিরে কেযে কাছে টানে?
এই স্বপ্ন ঘিরে যত ফুল ফোটে!
--০--