মা হারানো ছোট একটা মেয়ে
রাতের নক্ষত্র ভরা আকাশের তাকিয়ে
বাবাকে প্রশ্ন করে :
ও বাবা! আকাশের কোন তারাটা
আমার মা?
তুমি ই তো বলো বাবা,
মানুষ মরে গেলে আকাশের
তারা হয়ে যায় !
মা তো মরে গেছে!
তাই মা তারা হয়ে গেছে।
ও বাবা! মা কেন এতো তাড়াতাড়ি
তারা হয়ে গেল?
তারা না হয়ে,মা চাঁদ হয়ে গেলে
বেশ হতো বাবা!
মা চাঁদ হয়ে গেলে
কপালে রোজ চুমু খেয়ে যেতো।
বাবা! তুমিও কী মায়ের মতো
তারা হয়ে যাবে?
তবে আমি মরে যাব বাবা!
মরে গেলে মায়ের মতো আমিও,
আকাশের তারা হয়ে যাব...
বাবা,তুমি আকাশের তারা কক্ষনো হয়ো না..।
--০--
। --০--