একই গাঁয়ের মানুষ আমরা,
এক পাড়াতেই করি বাস;
মিলেমিশে থাকি এই গাঁয়েতেই,
মোরা সুখে-দুঃখে বারোমাস ।
তুমি আমার জন্ম-ভূমির মানুষ,
আমার কত আপন জন;
উৎসবে-পার্বনে আমার ঘরে ,
তোমায় করেছি নিমন্ত্রণ ;
তুমি ও যে বন্ধু ডেকেছ আমায়,
দিয়েছ সমাদর, সম্মান ।
দুজনার মাঝে এখনো রয়েছে,
ভালবাসার অমোঘ টান।
          --০--
                               ।