সমুদ্র কখনো দেখিনি,তাই মনে মনে,-
বারবার সমুদ্র সৈকতেই ফিরে যাওয়া;
সামুদ্রিক তরঙ্গ গুলি মনের-ই গভীরে,
মাখে নীল রঙ আর সামুদ্রিক হাওয়া।

সে হাওয়ার ভিতরে শুনি সমুদ্র-গর্জন;
হাওয়ার ভিতরে অন্য হাওয়া খেলা করে।
সমুদ্র দেখিনি বলে আর কোন দুঃখ নেই!
বিশাল সমুদ্র দেখি ,এই মনের ভিতরে;

মনের ভিতরে ওঠে যতো সামুদ্রিক ঢেউ;
আছড়ে পড়ে সেই ঢেউ হৃদয়ের-ই তটে।
মনের অজান্তে ঘটে এই সমুদ্র-দর্শন...
এই সমুদ্র-দর্শনে মনে কত কিছু ঘটে!
                --০--