এই শরতেই বুকের ভিতর
পুজোর ঢাকের বাদ্যি বাজে ; ।
এই শরতেই মনের ভিতর,
গানের ই সুর কে যে ভাঁজে?
এই শরতেই শিউলি তলায়,
সময় কাটে ফুল কুড়িয়ে;
এই শরতের গল্প ফুরাবে না ,
যাবে না নটে গাছ মুড়িয়ে।
এই শরতে কাশের বনে,
বয়ে যায় শারদ-হাওয়া;
এই শরতের ভোর বেলাতেই
মন কিছুক্ষণ হারিয়ে যাওয়া!
এই শরতেই খুঁজি ছেলেবেলা
যে দিন গুলি ছিল মধুর বড়ো।
এই শরতে তাই ছেলেবেলার
সব স্মৃতিগুলি যে করছি জড়ো,। ...
--০-- ।
,