এক ফোঁটা বৃষ্টি-জল হাতে নিয়ে,
সহজে বলে দেওয়া যায়,--
আকাশের কতটা মর্ম-বেদনা,
মিশে আছে একটি বৃষ্টি-ফোঁটায়।
বৃষ্টি-ফোঁটা একসাথে জড়ো করে,-
নিয়ে আসো ভালবেসে যদি।
বৃষ্টির ফোঁটা গুলি সাজিয়ে নিয়ে,
গড়ে তুলবো ভালবাসার নদী।
এই হৃদয়ে বৃষ্টির ফোঁটা গুলি,
ভাল লাগা এনে দিলে পর , ..., ।,
পৃথিবীর সব কিছু ভাল লাগে...
ভালবাসা জন্ম নেয় বুকের ভিতর।
মেঘ,বৃষ্টি আর আকাশ কে নিয়ে,
ভালবাসা নিয়েই কবিতা লেখা ;
কবিতার এক দিকে থাকো তুমি।
অন্যদিকে ভালবাসা থাকে একা!
--০-- ।
। ।