জীবনানন্দের কবিতার নারী, নাটোরের
বনলতা সেন কে খুঁজেছি কতকাল ধরে!
খুঁজেছি তাকে হাজার বছর ধরে হেঁটে যাওয়া পথে,
খুঁজেছি তাকে সিংহল সমুদ্র থেকে...
মালয় সাগর অবধি।
খুঁজেছি সফেন সমুদ্রে তাকে, খুজেছি
দারুচিনি দ্বীপের ভিতরে।
খুঁজে পেলাম তাকে অবশেষে...
দারুচিনি দ্বীপের ঘন অন্ধকারে ;
দেখি,রোগশয্যায় ম্লান ,বিধ্বস্ত আজ
তার শ্রাবস্তীর কারুকার্য করা সেই মুখ!
এখন চারধার শুধু অন্ধকার আর অন্ধকার!
সেই অন্ধকারে,আজ মুখোমুখি বসিবার
বনলতা সেনের গভীর অসুখ।
পাখির নীড়ের মতো চোখ তুলে শুধাবেনা আর....
'এতো দিন কোথায় ছিলেন ?
দু'দণ্ড শান্তি দেওয়া বনলতা সেনের অসুখ!
--0--