তুমি ডাকলেই দূরের নদীই ...
ঘরের কাছে এসে ঠিক দাঁড়াবে ;
তোমার দিকে নদী  হাত বাড়াবে ।

তুমি ডাকলে নদী ঠিক আসবে...
তার জলতরঙ্গে শোনাবে গান ;
নদীর সাথেই নাড়ীর যে টান!

নদী তোমার ডাকেই সাড়া দেবে...
তোমায় জড়াবেই জলজ-প্রেমে ;
নদীর জলেই তুমি দ্যাখো নেমে!

তুমি হাসলে, নদী উঠবে হেসে...
নদীর হাসিখানি যে মিষ্টি বড়ো!
ভালবেসে নদীর হাতটা ধরো ।

নদীর কাছে কিছু চেয়েই দ্যাখো...
নদীর কাছে কিছু চাইলে পরে,
নদী দেবে দু'হাত  উজাড় করে।
        --0--