মোমের বাতিটা পুড়ে জ্বলে যেতে  থাকে...
শরীরের মোম পড়ে তার গলে গলে ;
দহনের সাথে রাত গলে যেতে থাকে ।
নিভে আসে বাতি ,মোম পুড়ে শেষ হলে ;
সলতে ঘিরেই যতো ভালো লাগা কথা...
মোমের ভিতরেই অন্য দহন খেলা !
নির্জন রাতে ই  নেমে আসে নীরবতা ।
আকাশে এখন হাজার তারার মেলা ;
নৈঃশব্দ্যে ঘুমে চলে গেছে এই রাত...
দহনের খেলা চলে সারা রাত ধরে ;
মোমের দহনে পুড়ে গেছে এই হাত!
এ' দহন চলে   এখন মনের ঘরে ।
সলতে নিয়ে গলতে থাকে মোম ঘরে;
বলতে থাকে বাতি মনের যতো কথা...
আঁধার নেমে আসে নিঝুম চরাচরে ।
দহনের খেলায় জীবনে সার্থকতা ;
              --0--