রাখীবন্ধনে রাখী পরায় যতনে বোনেরা ভাইয়ের হাতে;
এই শুভ দিনটির লাগি যত ভাই বোন থাকে প্রতীক্ষাতে।
রাখীবন্ধন মিলন উৎসব,প্রাসঙ্গিক যত বাঙালীর কাছে ;
ঘুচে যায় মান-অভিমান-ক্ষোভ,যার যত টুকু জমে আছে।
শ্রাবণ-মেঘ আজ খুশীতে  পরালো রাখী আকাশের হাতে !
পূর্ণিমার চাঁদ আজ রাখী পরে হাতে,উৎসবে রাত মাতে।
বাগানে ফুলেরা রাখী পরে হাতে,মাথা নাড়ে দুলে-দুলে;
মৌমাছি,প্রজাপতি,ভোমরাও আজ নেচে ওঠে প্রাণ খুলে।
এই উৎসবে আজ বোনদের হাতে ভাইয়েরা পরেছে রাখী!
এই মিলন উৎসবে এসো মিলি সবে,বিদ্বেষ দূরে রাখি।
                    ---0---