গল্পের ভিতরে আরো অন্য গল্প ছিল ;
কিছু গল্প: গল্প হয়ে ওঠার সফল গল্প।
কিছু গল্প: গল্প  না হয়ে ওঠার অসফল গল্প ।
সার্থক গল্প হয়ে ওঠার গল্প গুলি,
গল্প না হয়ে ওঠার গল্পদের দুচক্ষে
দেখতে পারে না!
এতোটাই ঈর্ষা কাতর !
এমন একটা দিন আসে,যে দিন-
গল্প না হয়ে ওঠার গল্প গুলি
গল্প হয়ে ওঠার সিঁড়ি বেয়ে ,-
তরতর করে শেষতম সিঁড়িটিতে
এক সময় পৌঁছে যায় ;
এবার আমরা চলে যাবো গল্পের
ভিতরে অনু গল্পের খোঁজে ।
            ---0---